আজ সোমবার সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন তিনি।আইয়ুব আলী শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সোমবার ঈদুল ফিতরের নামাজের ঈমাম ছিলেন আইয়ুব আলী। সকাল সাড়ে আটটার দিকে নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন এবং তখনই তার মৃত্যু হয়।
তিনি শাহজাদপুর উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন এবং এলাকার প্রবীন সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তার এমন হটাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments