প্রকাশিত সময় : জুলাই, ২৪, ২০২০, ১১:০২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 616 জনমোঃ আল আমিন সরকার (ঢাকা) ঝালকাঠি জেলার নলছিটি বাসি ও সকল গার্মেন্টস শ্রমিকদের ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মালিবাগ শাখ ও অর্থ সম্পাদক কেদ্রীয় কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রামপুরা শাখা ঢাকা উত্তর – মোঃ জাহিদুল ইসলাম বাদশা।একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বেরমত বাংলাদেশেও করোনা মহামারী দেখা দিয়েছে আর এই করোনা মহামারীর মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই বাড়ছে অসংখ্য হারে। কোন শ্রমিকদের নোটিশ না দিয়ে গার্মেন্টস মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করে অমানবিক ভাবে দেশের গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই করছে। কিন্তু বি.জি.এম.ই.এ এর সভাপতি বলেছিলেন করণা মহামারী সময় মার্চ মাস থেকে কোন ভাবে গার্মেন্ট শ্রমিকদের ছাঁটাই করা যাবেনা কিন্তু মালিকরা মার্চ মাস থেকে বিগত দিনের তুলনায় ছাঁটাই বেশি করেছেন। এতে গার্মেন্ট শ্রমিকরা এই মহামারী সময় অন্য কোন গার্মেন্টসে চাকরি না পেয়ে পরিবারের সকল সদস্যদের নিয়ে খুবই মানবতার জীবন কাটাচ্ছে। গার্মেন্টস মালিকরা অমানবিকভাবে শ্রমিকদের ছাঁটাই করতেছে ,তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন সরকার এ ব্যাপারে সু-নজর দেয়। কারণ বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক শিল্প থেকে। আর এই পোশাক শিল্পের প্রধান চালিকা শক্তি হল শ্রমিক। সেই লক্ষ লক্ষ চালিকা শক্তি কেই গার্মেন্টস মালিকরা দিনের-পর-দিন ছাঁটাই করে যাচ্ছে। এ কারনে দেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে তার সাথে সাথে বাড়ছে নানা অনৈতিক কাজ। তাই গার্মেন্টস শ্রমিকদের এভাবে ছাঁটাই না করার জন্য গার্মেন্টস মালিকদের নিকট আকুল আবেদন জানিয়েছেন তিনি।
Facebook Comments