প্রকাশিত সময় : জুন, ১৩, ২০২০, ১১:৪৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 569 জনমোঃ শোয়েব হোসেনঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন বিএমইউকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে সকল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া ইউনিটি’র (বিএমইউ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শ্রাবণ। শোক প্রকাশ করেছেন আইপি টিভি চ্যানেল ‘প্রতিভা বাংলা’র চেয়ারম্যান-বিশিষ্ট লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোঃ আরিফুল ইসলাম পল্লব এবং শোক প্রকাশ করেছেন আইপি টিভি চ্যানেল ‘চ্যানেল বিএমইউ’র চেয়ারম্যান-বিশিষ্ট লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাবা নুরুন নাহার হীরা।
শোক প্রকাশ করে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শ্রাবণ বলেন, অত্যন্ত দুঃখ-বেদনার সঙ্গে জানাচ্ছি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা, দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের অকুতোভয়, শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম না ফেরার দেশে চলে গেলেন। আমরা শোকাহত, বাংলাদেশ মাল্টিমিডিয়া ইউনিটি (বিএমইউ) পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।
শোক প্রকাশ করে মোঃ আরিফুল ইসলাম পল্লব বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত সত্যিকারের রাজনীতিবিদকে হারালাম যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আইপি টিভি চ্যানেল ‘প্রতিভা বাংলা’ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।
শোক প্রকাশ করে নুরুন নাহার হীরা বলেন, মোহাম্মদ নাসিম এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ছিলেন। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাতি চির জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আইপি টিভি চ্যানেল ‘চ্যানেল বিএমইউ’ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।
Facebook Comments