প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২০, ০৯:১২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 585 জননিত্য প্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ।
শনিবার ডিএনসিসি এলাকার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে একযোগে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অঞ্চল ৪ এর আওতাধীন দুটি বাজার এ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ।
তিনি জানান, প্রায় সব দোকানে মূল্যতালিকা পাওয়া গেছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সঠিক দামেই বিক্রয় হচ্ছে। কয়েকজন খুচরা বিক্রেতা অভিযোগ করেন যে, তাদের কেনা দাম বেশি। এরই প্রেক্ষিতে বড় পাইকারি বাজারগুলোর আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।
অন্যদিকে মিরপুর-১১ নং বাজার, পল্লবীর মসলিন বাজার এবং মিরপুর-১ নং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। এসময়ে নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে চাল বিক্রি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন চাল ব্যবসায়ী ও ১ জন পেঁয়াজ ব্যাবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এধরনের কাজ না করার জন্য মুচলেকা নেওয়া হয়।
অন্যদিকে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক-গ্লাভস ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলতে জনসচেতনতা তৈরির জন্য কারওয়ান বাজার ও তেজগাঁও নাখালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত। এসময় কারওয়ান বাজারের চালের বাজার, পেঁয়াজ-আদা-রসুন ও মসলার বাজার, আলুর বাজার, ও কাঁচা বাজার এলাকায় পণ্য বেশি দামে বিক্রয় করার জন্য ও মূল্য তালিকা সঠিক দামে প্রদর্শন না করার জন্য ৯ জন চাল, পেঁয়াজ, মসলা ব্যবসায়ীকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
Facebook Comments