প্রকাশিত সময় : এপ্রিল, ৫, ২০২০, ১১:১৯ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 553 জনপ্রতিবেদক ( মোহাম্মদ জাহিদুল ইসলাম) পূর্ব রামপুরা পুবিতরণরাতন পুলিশ ফাঁড়ি একটি ব্যাচেলার ম্যাচের যেখানে সকল ভাড়াটিয়া দিনমজুর কাজ করেন ম্যাচ মালিক ভাড়াটিয়া দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ম্যাচ মালিক ফকরুদ্দিন ও তার ভাই নাসির উদ্দিন এবং আশেপাশের গরিব দিনমজুরদের মাঝে খাদ্য বিতরণ করা হয় এসময় ফখরুদ্দিনের সাথে আলাপকালে জানা যায় বিশ্ব মহামারী এই করনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ বাংলাদেশ অঘোষিত লকডাউন চলছে ইতিমধ্যে বাংলাদেশের সকল কর্ম স্থাপিত হয়ে গিয়েছে ফকরুদ্দিন বলেন আমার ভাড়াটিয়ারা সেনেটারি রাজমিস্ত্রি এবং ডেইলি লেবার তারা সবাই এখন ঘরবন্দি তাই আমার এই সামান্য চেষ্টা যাতে তারা দুবেলা দু’মুঠো ভাত খেতে পারেন এজন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সামান্য কিছু খাবার এলাকার মানুষের মাঝে এবং আমার ভাড়াটিয়াদের কে দিয়েছে নাসির উদ্দিন বলেন আমাদের মতন করে যদি ঢাকা শহরের সকল বাড়িয়ালা তাদের ভাড়াটিয়াদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে তাহলে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে এবং মানুষ ঘর বন্দী হয়ে আছে যদি সকল বাড়িওয়ালারা তাদের ভাড়াটিয়াদের কে সামান্যতম খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন তাহলে আর কোন ভাড়াটিয়াদের ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তাই আমার ও আমার পরিবারের আকুল আবেদন বাংলাদেশের সকল বাড়িয়ালা যেন তার ভাড়াটিয়াদের সামান্যতম হলেও সাহায্য-সহযোগিতা করে তাতে করে সরকার ঘোষিত সাধারণ ছুটি সফল হবে এবং আমরা এই মহামারী থেকে নিস্তার পাবো বলেই বিশ্বাস করি
Facebook Comments