প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২০, ০৫:৩৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 177 জনকরোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যেই পাঁচ শতাশিক পোশাক কারখানা চালু করা হয়েছে। এরসব কারখানায় কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছে কি না তা মনিটরিং করতে বিজিএমইএ’র ২৪ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, কেউ অসুস্থ হলে বিজিএমইএর হেলথ সেন্টারের আট চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন।
সোমবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ।
এতে বলা হয়েছে, দেশে করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অতি জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় প্রত্যেক কারখানার একজন স্টাফকে একটি নির্দিষ্ট ফোন নম্বর দিয়ে (বিশেষ করে হট লাইন নম্বর) সার্বক্ষণিক নিয়োজিত রাখতে হবে। যাতে করে কারখানায় কোনো শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী করোনায় আক্রান্ত হলে ওই নম্বরে অবহিত করতে পারে। কারখানার বিভাগীয় প্রধান ও ওয়ার্কার পার্টিসিপেশন কমিটিদের (ডব্লিউপিসি) ফোন নম্বরসহ সম্পূর্ণ বিষয়টি অবহিত করতে বলা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির রোগের ইতিহাস সংগ্রহ করে বিজিএমইএর হটলাইন নম্বর ০১৭৩০৪৪২২১১ বা ০৯৬৩৮০১২৩৪৫ অথবা বিজিএমইএ হেলথ ইনচার্জ মোবাইল নম্বর ০১৯১৩৫২৯৮৭৭ অবহিত করতে বলা হয়েছে।
সার্কুলারে আরো বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিজিএমইএর প্রধান কার্যালয়ের নিচ তলায় করোনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত নার্স ও ব্রাদাররা কোনো কারখানায় করোনার বিষয়ে কোনও সমস্যা হলে ২৪ কর্মকর্তাকে জোন ভিত্তিক ফিল্ড মনিটরদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সার্কুলারে ঢাকা মেট্রোপলিটন জোন, সাভার ও আশুলিয়া জোন, গাজীপুর জোন, নারায়ণগঞ্জ ও নরসিংদী জোনের ২৪ জন মনিটরের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া, ৮ ডাক্তারের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করেছে বিজিএমইএ।
সার্কুলারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকদের নাম ও যোগাযোগের জন্য মোবাইল নাম্বার পাওয়া যাবে।সূত্র.রাইজিংবিডি ডট কম
Facebook Comments