প্রকাশিত সময় : অক্টোবর, ২৮, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 133 জনমোঃ খলিলুর রহমান সিনয়র রিপোর্টার ফুলপুর ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা যুবদল। ফুলপুর উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর রোড গোলচত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড আবুল বাসার আকন্দ।
ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য কুদরত আলী, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আমজাদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল, নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারফ সোহাগ, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন শহীদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, কৃষকদলের শফিকুল ইসলাম, খলিলুর রহমান, আব্দুল্লাহ আল ইল্লার, আবুল হাসান মানিক সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments