প্রকাশিত সময় : আগস্ট, ৪, ২০২০, ০৮:১৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 285 জনআল আমিন বিন আমজাদ: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর মঙ্গলবার ৪ আগস্ট বিকেল পাঁচটার দিকে বিয়ের বরযাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোহসেনা বেগম (৫৫) নামের এক প্রতিবন্ধী নারীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। নিহত মোহসেনা বেগম উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কর সিদ্দিকের বোন। প্রত্যেক্ষদর্শীরা জানান,ঘটনার সময় মোহসেনা বেগম রাস্তা পার হওয়ার সময় গরুর দড়িতে জড়িয়ে রাস্তার ওপর পড়ে যান। ঠিক একই সময় পাশের গ্রামের বিয়ে বাড়ী থেকে দ্রুত বেগে আসা অর্থী পরিবহন (বগুড়া-জ-০৪-০০৩) বাসটি চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয়রা বাসটি আটক করে রেখেছেন। মোহসেনা বেগমের ছোটভাই আব্দুর রউফ জানান,তার বড়বোন মোহসেনা প্রতিবন্ধী ছিলেন। ঠিকমতো চলাফেরা করতে পারতেন না। এ ব্যাপারে ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাহমুদুল হাসান বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments