প্রকাশিত সময় : জুন, ১১, ২০২০, ০৭:০৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 565 জনফুলবাড়ী থেকে (আল আমিন বিন আমজাদ) দিনাজপুরের ফুলবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি খামারী প্রশিক্ষণ এর আয়োজন করা হয়েছে।১১জুন সকালে উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ রুমে ২৫ জন খামারীকে নিয়ে ৩য় তম ব্যাচের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে,ইতি পূর্বে আরো দুটি ব্যাচে ২৫জন করে ৫০জন খামারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন প্রকল্পের উপজেলা পর্যায়ের সভাপতি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সালাম চৌধুরীর দিকনির্দেশনায় খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চৌকস প্রশিক্ষক ডা: মোঃ আহসান হাবিব। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন মোঃ নেয়ামত আলী, ফুলবাড়ী ডেলি ফার্ম মালিক সমিতির প্রচার সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি সাংবাদিক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু, দৈনিক নবরাজ পত্রিকার ফুলবাড়ী-পার্বতিপুর প্রতিনিধি ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আল আমিন বিন আমজাদসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। প্রশিক্ষণে খামারীদের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ এর বিষয়ে খোলামেলা ধারনা দেওয়া হয়। এসময় ডা: আহসান হাবিব খামারীদের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরনের পরামর্শ দিয়ে ক্ষতিকারক টেবলেট না খাওয়ানোর ব্যাপারে সচেতন করেন। তিনি বলেন বর্তমান সরকারের টার্গেট নিরাপদ খাদ্য নিশ্চিত করন কারন এখন আর বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই, তাই সরকার বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য উপর জোর দিয়েছেন আমরা আশাকরি বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জন্য নিরাপদ খাদ্যের যে চাহিদা রয়েছে সেটিও খুব দ্রুত পূরন হবে।গরুকে নিরাপদে সুস্থতার সাথে হৃষ্টপুষ্টকরনের জন্য ১০ কেজি খড়ের মধ্যে ৭-৮ কেজি পানি,২কেজি চিটাগুড়,৩০০গ্রাম ইউরিয়া সার মিশিয়ে খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়াও গরু পালনে লাভোবান হতে, গরু ক্রয়ের ক্ষেত্রে গরুটি সুস্থ কিনা,গরুটি ঠিক মতো খায় কিনা,গরুর পায়খানার রাস্তা ঠিক আছে কিনা এসব বিষয়ে ভালোভাবে দেখে শুনে গরু ক্রয়ের জন্য পরামর্শ দেন। এবং বিভিন্ন হাটে গরুর দালালদের থেকেও সাবধানতা অবলম্বন করাও পরামর্শ দেন চৌকস এই প্রশিক্ষক। তিনি বলেন গরু ক্রয়ের ক্ষেত্রে দালাল থেকে সাবধান হতে হবে গরুটি ক্রয়ের সময় যদি সঠিক দামে ক্রয় করতে না পারেন তাহলে আপনারা লাভোবান হতে পারবেন না,তাই গরু ভালোভাবে দেখেশুনে ক্রয় করতে হবে। পাশাপাশি গরুর যত্ন নেওয়া,গরুর গোয়াল পরিস্কার পরিচ্ছন্ন রাখতেও সুপরামর্শ দেন চৌকস এই প্রশিক্ষক ডা: আহসান হাবিব।
Facebook Comments