প্রকাশিত সময় : মে, ২৭, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 241 জনমোঃ গোলাম (রসূল)
বাগেরহাটের মোরোলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে
ডুবে গেছে বসতভিটা, বৈদ্যুতিক খুঁটি সহ অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, ও পুকুর, দিশেহারা সাধারণ দিনমজুর ও খেটে খাওয়া শ্রমিক।
জানা গেছে, বাগেরহাট, উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘুর্নিঝড় রেমাল। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘর-বাড়ি, গাছ-পালা। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে।
গতকাল রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গত রাত ১২টার দিকে গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে। অতিক্রমের এই সময়ে উপকূলজুড়ে ঝড়ো হাওয়া ও অনেক বৃষ্টি হচ্ছে।
Facebook Comments