প্রকাশিত সময় : জুন, ২২, ২০২৪, ০৪:৪০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 153 জননিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত সন্তানের মা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটুয়াখালীর গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান রাড়ী (৩৫) ও তার এক বছরের ছেলে। আহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে (৩০) উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মনিরুল ইসলাম বলেন, সকালে পটুয়াখালী থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন খলিলুর রহমান। পিলজংগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলে বাবা ও ছেলে দুজন মারা যান। এ সময় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশগুলো আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments