প্রকাশিত সময় : নভেম্বর, ২৮, ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 67 জনমোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে,শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (২৭ নভেম্বর) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতও আহতদের স্মরণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন তিনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডঃএস. এম. হাসান তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ট্রেজারার এবং ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফিরোজ আহমদ বলেন, “এই দিনটি শুধু স্মরণ নয়, বরং জাতির সামনের পথচলার জন্য অনুপ্রেরণা।”
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এস. এম. হাসান তালুকদার।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃএস. এম. হাসান তালুকদার তিনি তার বক্তব্যে বৈষম্যবিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান তরুণদের সংগ্রামী চেতনার এক অনন্য উদাহরণ। এই আন্দোলনের মাধ্যমেই আমরা বুঝতে পারি, কীভাবে ন্যায় ও সাম্যের জন্য তরুণ সমাজ একসঙ্গে এগিয়ে আসতে পারে। আজকের তরুণ প্রজন্মই ভবিষ্যতে বৈষম্যহীন, মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি যুক্ত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত এ অনুষ্ঠানে গান, নাটক এবং আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ। গান এবং নাটকের প্রতিটি পরিবেশনা শ্রোতাদের আবেগে আন্দোলিত করে।
এ আয়োজন সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, “এই আয়োজন শুধু আমাদের আন্দোলনের ইতিহাস মনে করিয়ে দেয় না, বরং আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে।”
পুরো আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার জাগিয়ে তোলে। শহিদদের আত্মত্যাগ এবং আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথে উদ্দীপ্ত হয় উপস্থিত সবাই।
বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনে অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Facebook Comments