প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 157 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর স্কুল মাঠে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় সাবেক বৃহত্তর আউশনারা ইউনিয়ন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ্জামান সুরুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এড. মোহাম্মদ আলী বলেন, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে নতুন করে এ দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে আমরা সেসকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। আজ তাদের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক গনহত্যাকারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে দেশের এ-ই ক্লান্তি লগ্নে এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বানেভাসা মানুষের পাশে দাঁড়িয়েছে।
অনুষ্ঠান শেষে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং এই আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোঃ কাইয়ুম মুন্সি, আতিকুজ্জামান ওটন, খোকা মিয়া, জুয়েল রানা ও আঃ হামিদ সহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আল মামুন পিন্টু সিকদার ও সোহেল রানা।
Facebook Comments