প্রকাশিত সময় : ডিসেম্বর, ৯, ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 91 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল এলাকার তিতাস ব্রিকস ও মধুপুর ব্রিকসে অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
রবিবার (৮ডিসেম্বর) বিকেলে উপজেলার দড়িহাতিল এলাকায় তিতাস ও মধুপুর ইট ভাটায়, ইট তৈরিতে জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে পৃথক দুটি মামলায় মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন, মধুপুর আর্মি ক্যাম্পের একটি দল।
জনস্বার্থে এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
Facebook Comments