প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 153 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে পলিথিনের একটি পাইকারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের পলিথিন জব্দ করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর হাটের মানিক সিংহের পাইকারি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তার গোডাউনে থাকা ৭০০ কেজি পলিথিন মজুদের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে দোকান মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ৭০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া। মোবাইল কোর্ট পরিচালনায়
সহযোগিতায় ছিলেন এসআই রেজাউল করিমের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
Facebook Comments