প্রকাশিত সময় : এপ্রিল, ১৮, ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 637 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকালে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত সারা দেশের ন্যায় এ সেবা সপ্তাহের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এতে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মি, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী ও স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাঁড়, মহিষ, গাভি, বাছুর, হাঁস মুরগি, দেশি বিদেশি ছাগল নিয়ে আসে মধুপুর অঞ্চলের খামরি ও কৃষকরা।
উন্নত জাতের দামি কবুতর পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে। বিভিন্ন ধরণের প্রায় ৪০টির অধিক স্টল বসেছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
অনুষ্ঠানে মধুপুরের বিভিন্ন গ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments