প্রকাশিত সময় : এপ্রিল, ১৯, ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 291 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি ইউনিয়নে বাল্য বিবাহ সংগঠিত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে গোলাবাড়ি ইউনিয়নে বাল্য বিবাহ সংগঠিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলা প্রশাসন ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা প্রমান পায়।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতা মো. আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্ষন্ত বিয়ে দিতে পারবেনা মর্মে অঙ্গিকার নামায় স্বাক্ষর গ্রহন করেন।
মধুপুর থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো.জাকির হোসাইন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Facebook Comments