প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 85 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন শোলাকুড়ী ইউনিয়নের কাটাজানী এলাকায় বিষপানে মোমেনা আক্তার (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মুক্তাগাছা উপজেলার পারুলীতলা গ্রামের মুসা মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর শুক্রবার মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কাটাজানী গ্রামে তার নানা বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শিশুটির নানা মোসলেম উদ্দিন জানান, কিছুদিন আগে জমির ফসলে দেওয়ার জন্য বাজার থেকে সেভেন আপের বোতলে করে কীটনাশক কিনে আমার বসতঘরের শোকেসে রাখি। গত শুক্রবার সকাল ৮টার দিকে আমার বসতঘরে খেলাধূলা করার সময় আমার নাতি মোমেনা সেই কীটনাশকের বোতল শোকেস থেকে বের করে সেভেন আপ মনে করে খেয়ে ফেলে। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ২৪ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
তার এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments