প্রকাশিত সময় : জুন, ১১, ২০২৪, ০২:০২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 339 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরের সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারজানা আফরোজ জেমি একাধারে ১১ বারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার (১০জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম এর সভাপতিত্বে এক মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ সভার শুরুতেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার, বিস্ফোরক ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং আসামি গ্রেফতার, দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতার, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার, চাঞ্চল্যকর চুরি মামলার আসামি গ্রেফতার ও উদ্ধার এবং সাজাপরোয়ানা তামিল ক্যাটাগরিতে টাঙ্গাইল জেলার অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক প্রদত্ত বিশেষ পুরস্কার ও নগদ অর্থ প্রদান করেন সরকার মোহাম্মদ কায়সার বিপিএম।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয়, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এবারে মে মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার মহোদয় টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরুপ ক্রেস্ট প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় মধুপুর সহকারী পুলিশ সুপার, মধুপুর ও ধনবাড়ি উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রিয় মানুষ ফারজানা আফরোজ জেমি এবারেও ১১বারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার পেলেন। তার এই বিশাল সাফল্যের জন্য মধুপুর ও ধনবাড়ি থানার ইনচার্জ এবং সকল সহকর্মীগন অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, এ সাফল্যের জন্য আমি আমার সকল সহকর্মী সহ প্রিয় মধুপুর ও ধনবাড়িবাসীকে ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতা না পেলে আমার এ সাফল্য অর্জন করা কোনো ভাবেই সম্ভব হতোনা। আবারও আপনাদের সহযোগিতা পেলে আগামীতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও বিশেষ ভুমিকা রাখতে পারবো বলে আমার বিশ্বাস।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments