প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 892 জনবিশেষ প্রতিনিধি: ঈদের ছুটিতে মহাসড়কে যানজটের পাশাপাশি বহু ধরনের হয়রানির শিকার হয় যাত্রীরা। ৫ই জুলাই রাতে রংপুর থেকে ছেড়ে আসা পোশাক শ্রমিকদের শ্রমিকদের একটি রিজার্ভ বাস অগ্রদূত পরিবহন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে হিজরাদের চাঁদাবাজির মুখে পড়ে ৫০০টাকা চাঁদা দেয়ার পরে গাইবান্ধার পলাশবাড়ী ধাপেরহাট এলাকায় আবারও হিজরাদের চাঁদাবাজির কবলে পরে। হিজরারা বাসগুলো প্রকাশ্যে থামিয়ে জোরপূর্বক ২-৩হাজার টাকা বাস প্রতি দাবি করে। টাকা দিতে দেরি হলেই বাসের ভিতরে দলবেঁধে উঠে অর্ধালঙ্গ হয়ে বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টরকে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে তারা ২হাজার টাকা নিয়ে বাসগুলো ছেড়ে দেয়। এ বিষয়ে ৯৯৯ এ একজন যাত্রী কল করলেও মিলেনি সেবা। ৯৯৯ থেকে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়। উল্টো ৯৯৯ হতে ঐ যাত্রীর মোবাইল ফোন ওয়ার্নিং মেসেজ পাঠানো হয় বলে ঐ যাত্রী অভিযোগ করেন। সড়কের এমন হয়রানি থেকে মুক্তি পেতে যাত্রীরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
Facebook Comments