প্রকাশিত সময় : জুলাই, ১৫, ২০২০, ০৮:১৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 540 জনস্টাফ রিপোর্টার: মহেশপুর সনাতন বিদ্যার্থী এক্সপ্রেস এর উদ্যোগে ১৫ জুলাই ২০২০ সনাতন ধর্মাবলম্বীদের অন্যত্তম পবিত্র স্থান মহেশপুর মহাশ্মশানের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে ফুলের গাছ রোপন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিঠুন হালদার, সুদর্শন কুমার, সুমন হালদার, প্রত্যয় বিশ্বাস, তন্ময় কুমার, উৎপল প্রামানিক, অমিত বিশ্বাস, অন্তর বিশ্বাস, তপু রক্ষিত, সম্রাট হালদার। মহেশপুর সনাতন বিদ্যার্থী এক্সপ্রেস একটি সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠন। সংগঠনটি ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর উপজেলাতে অবস্থিত। যুব সমাজ যেন ধর্মান্ধ না হয়ে প্রকৃতি ধর্ম শিক্ষা গ্রহণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে মহেশপুর সনাতন বিদ্যার্থী এক্সপ্রেস নামে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
Facebook Comments