প্রকাশিত সময় : এপ্রিল, ১৪, ২০২৪, ০৭:১৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 451 জনমোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে মেহেরপুরবাসী। পুরোনো সব বিভেদ ভুলে নতুন আলোয় আলোকিত হোক নতুন বছর, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’। সময়ের চাকা আরও এক পাক ঘুরে বাংলা বর্ষপঞ্জিতে আজ রোববার শুরু হলো ১৪৩১ সনের দিন গণনা। বৈশাখ মাসের এই প্রথম দিনটি আমাদের সকল সঙ্কীর্ণতা, কূপমুণ্ডকতা পরিহার করে উদারনৈতিক জীবনব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে; আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়।
‘বাংলা নববর্ষ ১৪৩১’ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে সরকারিভাবে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দিনটি সরকারি ছুটির দিন। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এর আগে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালীন সময়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সকলকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন। মঙ্গল শোভাযাত্রায় মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।
পরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক প্রমূখ।
Facebook Comments