প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২৪, ০৯:১৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 691 জনমোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় যে দামে পণ্য কেনা, সে দামেই বিক্রি করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে রাশেদুজ্জামান খাঁন প্রদীপ। পবিত্র রমজান মাস উপলক্ষে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করেছেন প্রদীপ।
রমজান মাসে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ডের বিআরটিসি’র কাউন্টারে প্রদীপের এই ন্যায্য মূল্যের দোকান। রাশেদুজ্জামান খাঁন প্রদীপের এই মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
সরেজমিন দেখা গেছ, মেহেরপুর শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৫৫ টাকা প্যাকেট মুড়ি, ৩৮ টাকা প্যাকেট লবণ,১০৬ টাকা কেজি মসুর ডাল, ১০৩ টাকা কেজি ছোলা, ১৬০ টাকা লিটার সয়াবিন তেল, ৪২ টাকা প্যাকেট সেমাই,১৩৩ টাকা কেজি চিনি, ৪৫০ টাকা কেজি খেজুর, ৩৭ টাকা কেজি আটা, ৫৪ টাকা কেজি স্বর্ণ চাল, ৫৬ টাকা কেজি চিকন চাল, ১০০ টাকা কেজি পোলাও চাল, ২৮০ টাকায় ১ খাঁচি ডিম,৩০০ টাকা কেজি ধনিয়ার গুড়া, ৪০০ টাকা কেজি ঝালের গুড়া, ৩৮০ টাকা কেজি হলুদের গিড়াসহ বিভিন্ন ধরনের পণ্য কিনতে ভিড় জমেছেন।
পবিত্র রমজান মাস জুড়ে উদ্যোক্তার এই প্যাকেজ অব্যাহত থাকবে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে এ সকল পণ্য বিক্রি করা হবে।
Facebook Comments