মোঃ আব্দুল হামিদ(মেহেরপুর)প্রতিনিধিঃ মেহেরপুর শিশু পার্ক “স্বপ্ন ছুঁই” এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শিশু পার্ক “স্বপ্ন ছুঁই” এর উদ্বোধন করা হয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন স্বপ্ন ছুঁই এর নাম ফলোক উন্মোচন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শিশু পার্কের উদ্বোধন করেন। এসময় সেখানে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এনডিসি শহিদুল আলম,পুলিশ সুপার এস এম নাজিব হাসান , স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুম্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নজরুল হাসান, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মিকাইল হোসেন, এনডিসি সাজিদুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জরুল কবীর রিপন, নুরুল আশরাফ রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ অতিথিবৃন্দ শিশু পার্ক ঘুরে দেখেন।
Facebook Comments