মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের ময়ামারি গ্রামে ২ কৃষকের বসতবাড়িতে আগুন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন এলাকার বাঁশি, গরিব কৃষকের মাথায় হাত, এলাকা সূত্রে জানা যায়।
আজ বিকাল চারটার সময় ময়ামারি গ্রামের গোরস্থান পাড়ায় মসলেম আলীর বড় ছেলে কৃষক মাসুদ এর রান্নাঘরের চুলায় থেকে আগুনের সূত্রপাত ঘটে এ সময় এলাকার লোকজন ছুটে আসার আগেই মাসুদের টিনের বসতবাড়ি ও তার ছোট ভাই কালুর ঘরে আগুন ধরে যায়, মেহেরপুর ফায়ার বিগ্রেডকে খবর দেয়ার আগেই মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এতে মাসুদ ও কালু সঞ্চায়ের কিছু মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বাড়ির মালিক মাসুদ।
এতে গরিব কৃষক মাসুদ ও কালুর কপালের চিন্তার ভাঁজ। দুই ভাইয়ের টিনের দুটি ঘর সহ কিছু গম, ধান, বাসনপত্র ,কিছুই ঘর থেকে বাহির করতে পারেনি বলে জানান এলাকাবাসীরা।
এতে দুইটি পরিবার খোলা আকাশের নিচে মানবতার দিন যাপন করবে বলে জানান বাড়ির মালিক মাসুদ।
Facebook Comments