প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২২, ০৯:২৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 899 জনরাজধানীর কলাবাগানে ফারজানা আক্তার (১৬) নামের এক নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে কলাবাগান থানার উপ- পরিদর্শক (এসআই) শামিম হোসেন, এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নির্যাতিত গৃহকর্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে কলাবাগানের সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।
স্থানীয়রা জানিয়েছেন, ফারজানা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল রোডের ওই বাসায় কাজ করছিল। গৃহকর্ত্রী প্রায়ই তার ওপর নির্যাতন চালাতো। নির্যাতন সইতে না পেরে তা পরিবারকে জানায় ফারজানা। খবর পেয়ে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়। ফারজানার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গৃহকর্তা-কর্ত্রীকে আটক করলেও তা স্বীকার করছে না পুলিশ।সূত্র.রাইজিংবিডি
Facebook Comments