প্রকাশিত সময় : অক্টোবর, ২৬, ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 201 জনমোঃ সোহাগ মিয়া ( উত্তরা) রিপোর্টার:
রাজধানী তুরাগে অধিগ্রহণ বব্যতীত সাধারণ মালিকদের জমিতে সরকারী পিলার পিলার নির্মাণের প্রতিবাদে জমি মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার ২৬শে অক্টোবর ৫৪ নং ওয়ার্ড কামারপাড়া মেইন রোডে সাহেব আলী মাদ্রাসার সামনে মানববন্ধন করা হয়। এ সময় জমির ভুক্তভোগী মালিকগণ বলেন আমাদের জমি ফিরিয়ে দিন আমাদের বাপ দাদার ভিটা ফিরিয়ে দেন আমরা এলাকাবাসী।
আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার আমরা কোন ন্যায় বিচার পাই না আমাদের জমি অন্যায় ভাবে উত্তোলন করে বিআইডব্লিউটি দুর্নীতিবাজ ঘুষখোর কর্মকর্তারা নিয়ে গেছে।
আমরা এলাকাবাসী বাধা দিলে আমাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।আমরা সরকারের কাছে বিচার চাই ক্ষতিপূরণ চাই আমাদের ভূমি ফিরিয়ে দেওয়া হোক।আমাদের জমির ওপর অবৈধভাবে ওয়ার্ক ওয়ে তৈরি কাজ বন্ধ করুন। আমাদেরকে না জানিয়ে কোন ক্ষতিপুরুন না দিয়ে কাজ শুরু করে দেন।
আমরা তীব্র প্রতিবাদ জানাই। এইসময় জমিরমালিকগন অনেকে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হারুন ব্যারিস্টার লোকমান হাজী মোহাম্মদ আমানুল্লাহ হাজী মোহাম্মদ শফিকুর রহমান মোঃওমর আলী বিএনপি নেতা মোঃ শফিকুর রহমান কিরণ বিএনপি নেতা মোহাম্মদ সুলেমান হাজী আব্দুল মালেক জয়নাল হোসেন আনারুল কুদ্দুস আলী কাসেম আলী সাহেব আলী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ জাফর আলী আরো অনেকে।
Facebook Comments