প্রকাশিত সময় : অক্টোবর, ১, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 137 জনমোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ বাজারের প্রধান সড়কে ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সেনবাগ থানার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন, সেনবাগ থানা শাখার মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি আবদুর রহিম।
এসময় বক্তব্য রাখেন, কওমী মাদ্রাসা সংগঠনের সহ সভাপতি মুফতি নূরুল ইসলাম, পৌর ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ উল্লাহ যোবায়ের, সেনবাগের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী, ইসলামী আন্দোলন সেনবাগ শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, হেফাজতে ইসলাম সেনবাগ থানা শাখার সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, আমরা কখনোই মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে কটুক্তি কারীদের ক্ষমা করবোনা। মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। ভারতের সাথে সকল প্রকার কুটনৈতিক কার্যক্রম ও সকল চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি আবেদন জানান। প্রয়োজনে ভারতের বিপক্ষে লং মার্চের ডাক দেয়া হবে।
কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় কয়েক’শ ইসলামের অনুসারীরা ও দ্বীনি ওলামায়ে কেরামগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments