প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ১০:৩১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 648 জনসিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬জন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতাল ও এপেক্স ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুর কাঠেরপুল-ধানগড়া আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলা সদর কবরস্থান এলাকায় ইজিবাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রায়গঞ্জ ধানগড়া থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিক যাচ্ছিল। অপরদিক থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক ধানগড়ায় আসার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় যানবাহনের ৭যাত্রী গুরুতর আহত হয়।
রায়গঞ্জ থানার এস আই নাজেম উদ্দিন জানান, এপেক্স ক্লিনিকে ভর্তির পরে সেন্টু নামে এক শ্রমিক মারা যায়। সে নাটোর জেলার সিংড়া উপজেলার মুস্টিগড় গ্রামের মৃত সইফ এর পুত্র। আহতরা হলো একই গ্রামের সুমেন, আরিফ ও সাকোয়াত হোসেন। এরা সবাই অটোরিক্সা যোগে সিরাজগঞ্জে যাচ্ছিল। তবে ইজিবাইকের আহতদের নাম পাওয়া যায়নি।
Facebook Comments