প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 157 জনমোশাররফ হোসেন মনির বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা আল- আমিন নামের এক যুবক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মুহূর্তেই মারা যায়।
বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে এবং শরণখোলা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যাওয়া আল- আমিনের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মোঃ ফজলুল হক হাওলাদার ছেলে মোঃ আল-আমিন হাওলাদার (৩৫)সকাল সাড়ে ১১ টার দিকে ঘরের মধ্যে ইলেকট্রিক বোর্ড ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চিৎকার দেয়। পরে চিৎকার শুনে আল-আমিনের পরিবারের লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে লাকুড়তলা বাজারের কাছে আসলে পথি মধ্যে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সাধক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল-আমিনের স্ত্রী সহ দুই বছরের শিশু ছেলে রয়েছে। এ ব্যাপারে উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য জামাল জমাদ্দার জানান আলামিন বিদ্যুৎপৃষ্ঠ পেয়ে মৃত্যুবরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ।
মৃত্যুর খবর শুনে শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার ঘটনাস্থলে আসেন এবং সুরত হাল রিপোর্ট শেষে আইনগত প্রক্রিয়ার সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
Facebook Comments