প্রকাশিত সময় : মে, ২৮, ২০২০, ০৬:২৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 728 জনপ্রতিবেদক (আল আমিন সরকার): শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক “দত্তা” নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন, এফ জামান তাপস,নাট্যরূপ মোবারক ও আব্দল হক দূর্বার (আসল) টেলিমিডিয়া প্রযোজিত, রিপন সিকদার প্রযোজক ও পর্ব পরিচালক, নাটকটি ৫২ পর্বের, ১০ পর্ব নির্মিত কাজ চূড়ান্ত হয়েছে। ভাল দৃশ্য ধারন করার জন্য শুটিং করতে হয়েছে, রাজশাহী পুটিয়া ও নাটোর কলাকোপা,অভিনয় করেছেন ,পীযূষ গঙ্গোপাধ্যায় ,আলভী, শোয়েব ,খায়রুল আলম, সবুজ, তুষার খান,আঞ্জমান আরা বকুল, শিরিন বকুল, ফেরদৌসি আহমেদ লিনা,নাটকের টাইটেল গান লিখেছেন রফিকুজ্জামান,গান গেয়েছেন রিজিয়া পারভীন,শুর করেছেন ফরিদ আহমেদ,প্রযোজক রিপন সিকদার বলেন আমি সব সময় নাটক গল্প লিখতে ভালবাসি আমরা শিল্পীরা যারা নাটকটির সাথে জরিত আছি সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করতে হচ্ছে। এটি একটি ভাল গল্পের নাটক আশা করি নাটকটি আপনাদের ভাল লাগবে।
Facebook Comments