মেহেদী হাসান (মাসুম)শেরপুর প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে জেলা শহরের শহীদ দারোগআলী পৌর পার্ক মাঠে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুসনে আরা বেগমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি প্রমুখ। এসময় ৪২ জন প্রতিবন্ধীদের মাঝে ৩২ টি হুইল চেয়ার, ৯টি এয়ার এইড ও ১টি এলবো ক্রস বিতরণ করা হয়।
Facebook Comments