প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২০, ০৭:৫৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 737 জননিজস্ব প্রতিবেদক: বর্তমানে নভেল করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। এই মহামারীতে সরকারের পাশাপাশি , টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, উদ্যোগ নিয়েছে শ্রমিকদের সহায়তা করার জন্য। সেই লক্ষ্যে সোমবার ঢাকা মিরপুর এলাকায় শ্রমিকদের মাঝে বিন্যামূল্যে বিতরণের জন্য বিশেষজ্ঞ কেমিস্ট্রের পরামর্শক্রমে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মূলা অনুয়ায়ী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করেছে সংগঠটির ভলান্টিয়ার্সরা। হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি করোনা থেকে কি ভাবে মুক্ত থাকা যায় সে বিষয় ও সচেতন করা হয় । সংগঠনটির সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, গার্মেন্টস শ্রমিকরা সব চেয়ে ঝুঁকিপূর্ণ । তারা ঝুঁকির মধ্য দিয়ে কাজ করেন। তাই টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ,এর পক্ষ থেকে আমরা এই সংকটময় মুহূর্তে শ্রমিকের সুরক্ষার জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, বিতরণ করছি। করোনাভাইরাস সারা বিশ্ব ব্যাপী মহামারী আকার ধারণ করেছে। এই সময় দেশবাসীসহ সবাইকে আহ্বান জানাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাড়ানোর জন্য। বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সবাই বস্তিবাসী, ছিন্নমূল ও পথশিশুদের সহায়তায় সবাই এগিয়ে আসুন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রী কমিটির নেতা সাধারণ সম্পাদক তপন সাহ, কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম, নাজমা বেগম, নজরুল ইসলাম,এসময় নেতার বলেন ,সংগঠনটি প্রতিবছর শ্রমিকদের বিভিন্ন সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে। এবং যেকোন প্রতিকুলতায় পাশে থাকবেন বলে জানিয়েছেন সংগঠনটি ।
Facebook Comments