প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৫, ২০২৪, ০৫:৩০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 115 জনশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদের স্মরণে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাজীপুরের শ্রীপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচ থেকে ‘শহীদি লং মার্চ’ শুরু হয়।
এরপর পল্লী বিদ্যুৎ মোড় হয়ে উড়াল সেতুর উপর দিয়ে পুনরায় উড়াল সেতুর নিচে গিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।উক্ত শহীদি লং মার্চ’ কর্মসূচিতে ছাত্র ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহীদি লং মার্চ এর সংক্ষিপ্ত বক্তব্যে শিশির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাওনার অন্যতম ছাত্র প্রতিনিধি ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র হাবিবুল্লাহ, নাজমুল ইসলাম, মাসুদ রানা, মোহাম্মদ আশিক, চলো পাল্টাই এর সোহাগ, শ্রীপুরের ছাত্র প্রতিনিধি হাসান হাবিব, শ্রীপুর কলেজের ছাত্র শ্রাবন সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি হলো আজ।
এ উপলক্ষে সকল শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাই-বোনেরা হাত-পা-চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।তারা আরও বলেন, ‘রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো আমাদের ভাইয়েরা ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কিভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে।
Facebook Comments