প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ০৩:৪৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 612 জনমোস্তাফিজুর রহমানঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বাউফল ৬ নং কনকদিয়া ইউনিয়নের শ্রম বিষয়ক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক মীর।
২১ এপ্রিল মঙ্গলবার ৬ নং কনকদিয়া ইউনিয়নের গণমানুষের নেতা ৫ নং ওয়ার্ড ও তার আশপাশে থাকা গরীব অসহায় মানুষের মাঝে নিজ বাড়িতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত হওয়া প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- ৫ নং ইউপি সদস্য রফিক মীরের সহধর্মিনী ও পরিবারের সদস্যরা।
৬ নং কনকদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিক মীর বলেন, ৫ নং ওয়ার্ড ও তার আশপাশে থাকা অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে। নিজ বাড়িতে আসন্ন রমজানকে সামনে রেখে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।
এ সময় তিনি বলেন, মঙ্গলবার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এভাবে পর্যায়ক্রমে আমার সাধ্য মতো মানুষের সেবা করে যাব। আমার ইউনিয়নের কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না।
তিনি আরো বলেন আমার নেতা আসম ফিরোজ এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার এর কাছ থেকে মানুষকে পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছি এই শিক্ষা মরণ পর্যন্ত ধারণ করব। তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে তিনি সমাজের বিত্তশালীদের নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়ানোর অনুরোধ করেন। উপহার সামগ্রী বিতরণ এর সময় তাদের সবাইকে সারকারি আদেশ মেনে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন।
Facebook Comments