প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 741 জনরতন হোসেন মোতালেবঃ( সাভার ) সাভারের রানা প্লাজা ধ্বংসের ৭ বছর পূর্তি ২৪ এপ্রিল। ২০১৩ সালের এই দিনে সাভার বাসস্ট্যান্ডে যুবলীগ নেতা সোহেল রানার নয়তলা বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। ঘটনার সময় ভবনের পাঁচটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করছিল। পোশাক শ্রমিকরা সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেয়। সকাল ৮টায় ৪৫ মিনিটে বিশ্বের ভয়াবহতম এ ভবন ধ্বসের ঘটনায় এক হাজার ১৩৮ জন মৃত্যুবরণ করেন আর আহত হয় দুই হাজার শ্রমিক। এখনো নিখোঁজ অনেকে। ভবন ধ্বসের ৭ বছর পার হলেও অনেক নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা পায়নি প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা। ফলে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে না পারায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেকেই। ভবন ধ্বসে ক্ষতিগ্রস্তের শিকার শ্রমিকদের আজও বিভিন্ন সময় তাদের অধিকার ও ক্ষতিপূরণের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রতি বছর শ্রমিক সংগঠনগুলো নানা আয়োজনে মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করেন তবে এবার একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে দেশে মহামারী করোনা ভাইরাসের কারণে তেমন কোন চিত্র দেখা যাচ্ছে না।
Facebook Comments