রতন হোসেন মোতালেবঃ (সাভার) সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার ও দত্তপাড়ার নামাপাড়ার পর্যন্ত একটি রাস্তার কাজসহ দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তা দুইটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। উদ্বোধন কালে চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি মহোদয়ের সহযোগিতায় এই মহামারি করোনা ভাইরাস সংক্রমণ কালেও সকল প্রকার উন্নয়ন কাজ চলছে। বিরুলিয়া ইউনিয়ন সহ দেশের মানুষ যাতে কোন প্রকার কষ্ট নিয়ে জীবন যাপন না করে এ জন্যই সরকার সকল উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, বিরুলিয়া ইউনিয়নে আগে অনেক এলাকায় আপনারা দেখেছেন বৃষ্টি হলে রাস্তায় চলাচল করা যেত না আমি নির্বাচিত হওয়ার পর সেই রাস্তা গুলোর উন্নয়নমূলক কাজ করেছি এবং ইনশাল্লাহ উন্নয়ন কাজ চলমান থাকবে এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম,খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল আলম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জুলফিকার আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।
Facebook Comments