প্রকাশিত সময় : মে, ২৫, ২০২০, ০৮:৫০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1684 জনসাভার প্রতিনিধি: আজ পবিত্র ঈদুল ফিতর।বরাবরের মতো এবারের ঈদে পোশাক শ্রমিকদের আনন্দ নেই। করোনা ভাইরাসের আতংক, বেতন বোনাস বঞ্চিত, কর্তন, অর্থনৈতিক সংকটে পোশাক শ্রমিকরা এবারের ঈদ আনন্দ উৎযাপন হতে অনেকাংশেই বঞ্চিত হয়েছে। এরপরেও ঈদের দিন বিকেলে সাভারের ধল্লা নদীর তীরে অল্প সংখ্যাক পোশাক শ্রমিকদের ঘোরাফেরা দেখা গেছে। কয়েজন শ্রমিকের সাথে কথা বললে তারা বলেন মে মাসের বেতন তাদের দেয়া হয়নি, বোনাস পেয়েছে ৫০%, ছুটি আর ১ দিন পরেই শেষ। গ্রামের বাড়িতে যেতে না পারায়, সব মিলিয়ে মনে শান্তি না থাকায় তারা ঈদ আনন্দ করতে পারেনি। অদৃশ্য করোনার ছোবল হতে বাঁচতে তাদের সবসময় আতংকে দিন পার করতে হচ্ছে। কারখানাগুলো খুলে দেয়া হলেও গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের কারখানায় যাতায়াতে সমস্যার কথাও তারা তুলে ধরেন। অনেক শ্রমিকরা প্রতিদিন স্থায়ীভাবে ঢাকা ছাড়ছে আবার অনেক শ্রমিক ঈদ পরে একেবারে ঢাকা ছেড়ে বাড়ির পথে পারি জমানোর কথাও চিন্তা করছে। সাভারের পোশাক শ্রমিকদের এবারের ঈদ পানসে, তবে তারা আগামীর জন্য আশায় বুক বাঁধছেন।
Facebook Comments