প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২০, ০৮:৪৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 672 জনসিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় পুলিশের অভিযানে সরকারি ১০ বস্তা চাল ও ৫৪ টি খালি
বস্তা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ) বিকেল তিনটায় কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে ঝাঐল গ্রামে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনর কবির অভিযান পরিচালনা করেন।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনর কবির জানান, ঝাঐল গ্রামে ব্যবসায়ীর বাড়িতে সরকারি চাল আছে এমন একটি গোপন খবর সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি, এসময় দুটি বাড়িতে তল্লাশি করে রফিকুল ইসলামের বাড়ি থেকে ১০ বস্তা চাল (২৯০ কেজি) উদ্ধার করা হয়। এছাড়াও ৫৪টি খালি বস্তা পাওয়া যায় যেগুলো থেকে চাল সরানো হয়েছে।
ঘটনার সাথে জড়িত ঝাঐল গ্রামের স্থানীয় আব্দুর
রাজ্জাকের স্ত্রী রুবী খাতুন পলাতক রয়েছেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বাড়ির সবাই পালিয়ে যায়। এঘটনায় পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সূত্র.সময় বাংলাদেশ
Facebook Comments