প্রকাশিত সময় : জুলাই, ২৬, ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 739 জনসুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ডেন্টিস্ট মোঃ আইনুল হক ,সুনামগঞ্জ জেলা বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদ।প্রায় নিকটে চলে এসেছে ঈদুল আযহা। ডেন্টিস্ট মোঃ আইনুল হক জানান,বিশ্ব আজও করোনা ভাইরাস মুক্ত হলো না।বিশ্বে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করে তখন আমারা গত ঈদুল ফিতর উৎসবটি পালন করেছি।আবারো একই অবস্থা, করোনা ভাইরাসের মধ্যে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র ঈদুল আযহা।’ আরও বলেন,আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ।ঈদের দিন সব দুঃখ ভুলে সবাই মেতে উঠি খুশিতে।আনন্দে আত্মহারা সবাই ঈদের দিনে।সবাই নতুন জামা-কাপড় পরে যায় ঈদগাহে।ধনীরা মেতে উঠে কোরবানি দিতে। আরও জানান,ঈদের আনন্দ বয়ে যাক প্রতিটি পরিবারে।’ সুনামগঞ্জের তাহিরপুর,বিশম্ভরপুর,ধর্মপাশা,মধ্যনাগর,জামালগঞ্জ সহ বাংলাদেশের সব উপজেলায় ঈদ বয়ে আনুক সর্বসাধারণ এর জীনবের দুঃখ বুলিয়ে আনন্দের নতুন জীবন। আরও বলেন,ধনীব্যক্তিদের প্রতি রইলো আমার বিশেষ অনুরোধ আপনার ঈদের আগে গরীব দুঃখীর খবর নেন এবং যাই পারেন সামর্থ্যানুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও সাথে সাথে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন ডেন্টিস্ট মোঃ আইনুল হক
Facebook Comments