প্রকাশিত সময় : আগস্ট, ১০, ২০২৪, ০৫:১২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 303 জনরাকিবুল হাসান (সাতক্ষীরা) শ্যামনগর প্রতিনিধিঃ
সুন্দরবনে বাঘের আক্রমে এক জেলে আহত হয়েছে।বাঘের আক্রমে আহত মোঃ রেজাউল পাইক(৪৫) পিতা মৃত সুরাত পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ ইউনিয়নের পাশ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।আহতর পরিবারের পক্ষ থেকে জানাযায়, শনিবার বেলা ১২ টার দিকে রেজাউল পাইক একা সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে। নিজের বাড়ির জন্যে জ্বালানি আনার জন্য সুন্দরবনে যায় এসময় বাঘের আক্রমনে আহত হয়।বাঘ আক্রমনের পর নিজেকে বাচাঁতে বাঘের মুখে দা দিয়ে আঘাত করলে। বাঘ রেজাউল পাইকে ছেড়ে দিয়ে চলে যায়। আহত রেজাউল শ্রবন প্রতিবন্ধী বলে জানাযায়। আহত রেজাউল পাইক নিজ বাড়িতে চিকিৎসা আছে।বনবিভাগের দায়িত্বে থাকা কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বাঘের আক্রমনে আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করেন।
Facebook Comments