প্রকাশিত সময় : নভেম্বর, ১, ২০২০, ০৭:৩৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1055 জনদীর্ঘ বিরতির পর ফুটবলে ফিরছে বাংলাদেশের জাতীয় দল। নভেম্বরে দেশের মাটিতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে অনুশীলন। কোচ জেমি ডেকে ছাড়াই এতদিন অনুশীলনে ছিলেন ফুটবলাররা। অবশেষে রোববার অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন বাংলাদেশের ইংলিশ কোচ।
১০ মাস পর ফুটবলাররা পেলেন প্রধান কোচকে। জাতীয় দলের সঙ্গে জেমি শেষবার ডাগআউটে ছিলেন গত জানুয়ারিতে। লাল-সবুজ জার্সিধারীরা তখন অংশ নিয়েছিল বঙ্গবন্ধু গোল্ডকাপে। এরপর মার্চে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান বাছাইপর্বে আফগানিস্তান ও কাতারের বিপক্ষে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবে ম্যাচ দুটি স্থগিত হয়। জেমি ফিরে যান দেশে।
গত ২৯ অক্টোবর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসকে নিয়ে বাংলাদেশে আসেন জেমি। করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে রোববার শিষ্যদের দায়িত্ব গ্রহণ করেন। এদিন আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন নতুন ইংলিশ গোলরক্ষক কোচ লেস ক্লিভলি।
দীর্ঘদিন পর মাঠে ফিরে ছেলেদের ফিটনেস ট্রেনিংয়ে সময় দিয়েছেন জেমি। জামাল, জীবনদের ফিটনেসে কোচ সন্তুষ্ট। তবে কয়েকজনের ফিটনেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
অনুশীলনের পর জেমি বলেন, ‘কয়েক দিন খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে খেলোয়াড়দের উন্নতি চোখে পড়েছে। কিছু খেলোয়াড়ের ফিটনেস ভালো অবস্থায় আছে। আবার অনেকের ফিটনেসে ঘাটতি আছে। হাতে আরও কয়েক দিন সময় আছে। পুরো দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে হবে।
১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচগুলো ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচ।
Facebook Comments