মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী- কাপড় বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গনে শাড়ি কাপড় বিতরণের উদ্বোধন করা হয়।
মুকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী জিয়াউর রহমান মুকুল (ভার্চুয়াল) শাড়ি কাপড় বিতরণের উদ্বোধন করেন।
জিয়াউর রহমানের পিতা জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,প্রয়াত চেয়ারম্যান বোরহান মোহাম্মদ চুন্নুর বড়ো ছেলে সেলিম রেজা, সাইদুর রহমান, মতিউল আশরাফ, আসাদুজ্জামান লিটন, আখতার হোসেন, রিকো প্রমূখ।
অনুষ্ঠানে আমঝুপি গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে এসকল শাড়ি কাপড় তুলে দেওয়া হয়।
Facebook Comments