প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২, ২০২৫, ০৯:২২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 25 জনআশামনি (উত্তরা) প্রতিনিধিঃ
টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসেন লাখ লাখ মুসল্লি। মোনাজাত শেষে মুসল্লিদের ফেরার পথে ঘরমুখো তৃষ্ণার্ত মুসুল্লি।
আর এই যাত্রা পথে ঘরমুখী মুসল্লিদের তৃষ্ণা ও খুদা মেটাতে সেচ্ছাসেবী সংগঠন আল কারিম ব্লাড ডোনেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এর আয়োজনে রবিবার ০২ ফেব্রুয়ারি’২০২৫ ইং তারিখে বিশ্ব ইজতেমার মাঠের পাশে আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বিশ্ব এজতেমা মোনাজাত শেষে আগত ৩ হাজার মুসল্লিদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতারণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান দেওয়ান, সহকারী পরিচালক ইউসুফ দেওয়ান, সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান,সাংগঠনিক সম্পাদক রামিম ও আরো নেতৃবৃন্দ
Facebook Comments