প্রকাশিত সময় : মে, ২৪, ২০২০, ০৯:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 955 জনবিশেষ প্রতিনিধি (পলাশ হোসাইন) মানুষের জন্য যদি মানুষ হয়, কেটে যাবে দূর্দিন।আসবে আবার জয়” এই শ্লোগানকে ধারণ করে ,দেশব্যাপী করোনা সংকটে মিঠাপুকুরের হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে মিঠাপুকুরের কয়েকজন বন্ধু মিলে গত ৮ মে ২০২০ তারিখে ‘সময়ের প্রয়োজনে হামার মিঠাপুকুর’ গ্রুপ ওপেন করে শুভাকাঙ্ক্ষী, বন্ধু, আত্নীয়, সহকর্মীদের কাছে সহযোগিতা প্রার্থনা করে। সেই আহবানে সারা দিয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের সহযোগিতায় ২৩ মে ২০২০ রাত ১০ টা পর্যন্ত ’সময়ের প্রয়োজনে’র তহবিলে ৬১,০৩০/- টাকা জমা পড়েছে।
সকলের এই সহযোগিতা নিয়ে গত ২৩ মে ২০২০ তারিখে ১০৭ টি অসহায় পরিবারের হাতে উপহার সামগ্রী এবং তিনটি পরিবারের হাতে সমপরিমাণ নগদ অর্থ তুলে দিয়েছে ‘সময়ের প্রয়োজনে হামার মিঠাপুকুর’ গ্রুপটি।আগামী দিনেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
Facebook Comments