প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৩, ২০২২, ০৮:০৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 605 জনসিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দোকানের মালিকদের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে লিখিত কোন নোটিশ না দিয়েই তাদের দোকানপাট ভেঙেদিয়েছে।
দোকানপাট ভেঙে দেওয়ায় তাদের লক্ষাদিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর লক্ষ্যে জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর ও রেললাইনের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়। মুদি দোকানের সামিউল ইসলাম বলেন, আমাদের লিখিত নোটিশ ছাড়াই সকালে দোকান ভেঙে ফেলে।
দোকানে থাকা ফ্রিজ, সাউন্ড বক্স, দোকানে থাকা পন্য ও নগদ টাকাসহ প্রায় লাক্ষ টাকার ক্ষতি হয়েছে। রেলওয়ে কতৃপক্ষ যদি আমাদের লিখিত নোটিশ দিতেন তাহলে আমাদের মতো দোকানদার এই ক্ষতি হতো না। দুই পা হারানো (প্রতিবন্ধী) হাসান (৪৫) বলেন, এই দোকান চালিয়েই সংসার চলতো। নোটিশ দিলে দোকানের মাল সরিয়ে ফেলতাম এখন দোকান ঘরসহ ভেঙে ফেলায় পরিবার নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছি। কিন্তু তাদের এই অভিযোগ অস্বিকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, আমরা নোটিশ ছারা কোন অভিযান পরিচালনা করি না । যথাসময়ে নোটিশ দিয়েই আমরা অভিযান পরিচালনা করছি । তারপরও যদি কেও আমাদের কাজে বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে রাষ্টদ্রোহী মামলা হতে পারে ।
Facebook Comments