প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২২, ০৫:৫২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 801 জনকুমিল্লার চান্দিনায় মারুতির ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহাবুব মিয়া (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহাবুব মিয়া পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিয়াউল হক চৌধুরী টিপু বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে যাত্রী নিয়ে চান্দিনা বাস স্টেশনের দিকে যাচ্ছিলেন রিকশাচালক মাহাবুব। পথে যাত্রীবাহী একটি মারুতি রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে চালক মাহাবুব ছিটকে মহাসড়কে পড়ে যান। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
Facebook Comments