সিরাজগঞ্জ(প্রতিনিধি) কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে, শেখ হাসিনার নির্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো বাংলাদেশ ছাত্রলীগ, সিরাজগঞ্জ জেলা শাখা।
দেশজুড়ে যখন লকডাউন চলছে এ অবস্থায় ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট নিয়ে চিন্তিত আছেন কৃষকরা, ঠিক তখনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনায়.. ডা. হাবিবে মিল্লাত, জাতীয় সংসদ সদস্য, ৬৩ সিরাজগঞ্জ(সিরাজগঞ্জ সদর-কামারখন্দ)-২, সার্বিক দিক নির্দেশনায়, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকার অনুপ্রেরণায় ও উৎসাহে ভয়াবহ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।
মো. তারিকুজ্জামান সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃত্বে জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে (নামাজ বিরতি) দুপুর ৪টা পর্যন্ত কামারখন্দ উপজেলাধীন রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর বাঁশতলা গ্রামের কৃষক মো মফিজ উদ্দিনের ক্ষেতের পাকা ধান কেঁটে তার ঘরে পৌঁছে দিয়েছে।
এসময়ে কৃষক মো. মফিজ উদ্দিন বলেন, ছাত্রলীগের ৭-৮জন নেতাকর্মী আমার ২৭শতাংশ জমির ধান কেটে ঘরে পৌঁছে দেয় । তিনি ছাত্রলীগের এই ভালো উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান লিয়ন বলেন, কৃষকদের পাশে থেকে তাদের এই বিনা পারিশ্রমিকে সহযোগিতা চালিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা যুবায়ের হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ মুন্না, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম, সহ সভাপতি জাকারিয়া এবং আরিফুল ইসলাম অনিক সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সূত্র.সংবাদের আলো
Facebook Comments