প্রকাশিত সময় : মে, ৮, ২০২০, ০৭:৪৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 700 জনজামালপুরে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে উঠায় সাংবাদিক মেহেদী হাসানসহ ৪০ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার বিকেলে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা আক্রান্ত ৬ নারীসহ ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ২ দফা নেগেটিভ আসায় তাদেরকে আইসেলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সুস্থ হয়ে উঠা ৪০ জনের মধ্যে হোম আইলেশনে ছিলেন ১১ জন।
সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে সদর উপজেলার ১৭, মেলান্দহের ৩, মাদারগঞ্জের ৯, ইসলামপুরের ১, দেওয়ানগঞ্জের ২, বকশীগঞ্জের ২ এবং সরিষাবাড়ির ৬ জন।
এর আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন থেকে দুই দফায় ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা জয় করে ফেরাদের শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় এখন পর্যন্ত করোয় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন।
সূত্র.সময়ের কণ্ঠস্বর
Facebook Comments