মেহেদী হাসান (মাসুম)শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৬৫) ‘র অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিন দাড়িয়ার পাড় নিসিন্দা বিলের পানি থেকে ভাসমান অবস্হায় ওই মৃতহেদ উদ্ধার করা হয় বলে পুলিশ ও স্হানীয় সুত্রে জানা গেছে। এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে জামালপুরের পিবিআই’র একটি তদন্ত দল লাশের ছোরতহাল রিপোর্ট তৈরি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারনা সোমেশ্বরী নদীতে উজান থেকে হয়তো লাশটি ভেসে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments